ভারত

‘বিয়ের তিন দিন পরই ওরা সবাই মিলে আমাকে ভোগ করল’

মাত্র তিনদিনের বিয়ে জীবন৷ কিন্তু তার মধ্যেই মধুর স্মৃতিতে আঁচড় কাটল কালো দাগ৷ তিন দিনের নব বিবাহিতা বধূকে ধর্ষণ করল তাঁরই স্বামী সহ স্বামীর বন্ধুরা৷ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি৷

ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল অসমের করিমগঞ্জ এলাকায়৷ জানা গিয়েছে, দাবি মত পণ না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে নির্যাতিতার স্বামী ও তার সঙ্গীরা৷ পুলিশ সূত্রে খবর, ছেলের বাড়ির দাবি মেটাতে বিয়েতে সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মেয়ের পরিবার,তবে স্বেচ্ছায় নয়৷

ছেলের বাড়ি থেকে পণ স্বরূপ সোনার গয়না দাবি করেছিল মেয়ের পরিবার৷ প্রথমে মেয়ের বিয়ে যাতে আটকে না যায়, সেই খাতিরে রাজি হলেও, পরে সেই সোনার গয়না দিয়ে উঠতে পারেনি নির্যাতিতার পরিবার৷ নির্যাতিতার বিশ্বাস ছিল বিয়ের পর একথা তাঁর স্বামীকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে৷

কিন্তু না৷ নির্যাতিতা এই কথা জানাতেই তাঁর স্বামীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি৷ পণ না পাওয়ার রাগে বিয়ের তিনদিনের মাথায় স্বামী ও তার বন্ধুরা নব বধূকে ধর্ষণ করার চেষ্টা করে৷ নির্যাতিতার দাবি, তাদের কাছ থেকে পণ স্বরূপ সোনার গয়না চাওয়া হলে তারা দিয়ে উঠতে পারেননি৷ আর এই কারণেই তাঁর স্বামী ও স্বামীর বন্ধুরা তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে৷

আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে৷ তবে ঘটনার পর থেকেই পলাতক বাকি দুই অভিযুক্ত৷ ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে অসম পুলিশ৷

কাঠুয়া, উন্নাও কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় অসমের নামও উঠে এল ধর্ষণকাণ্ডের তালিকায়। খতিয়ে দেখলে দেখা যাবে, গত দুমাসে অসমে কুড়িটিরও বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে৷ এ প্রসঙ্গে অসমের সমাজকর্মী বলেন, ‘এই ঘটনা অবশ্যই দুঃখজনক৷ তবে গত দুমাসে কুড়িটিরও বেশি ধর্ষণকাণ্ড নথিভুক্ত হওয়া অসমের জন্য লজ্জাজনক৷

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১৮, ৬:৩৫ পূর্বাহ্ণ ৬:৩৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ