রেসিপি

তাজিনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী বাপ্পা : চাঁদনী

তাজিনের মৃত্যুর জন্য বাপ্পাকে দোষারোপ। তাজিন আহমেদের মৃত্যু নিয়ে অন্য কথা বলছেন চাঁদনী। তিনি বলেন,‘ আমার বাপকে হারিয়ে ফেলেছি। তাজিন আপাকে হারিয়ে ফেললাম। এটা আরেকটা শকিং নিউজ আমার জন্য! আমি তো তা-ও বেঁচে আছি, কিন্তু তাজিন আপুতো কিছুই নিয়ে যেতে পারল না। কোনো সুখই পেল না।

কষ্টগুলো বুকে চেপেই চলে গেল ইমোশনাল তাজিন আপা। সঞ্জীবদা’কে যে পরিমাণ উনি ভালবাসতেন, সেই পরিমাণ কিন্তু বাপ্পাকেও ভালবাসতেন ও বিশ্বাস করতেন।

আমার আর বাপ্পার বিয়েতে তিনিও সহায়ক ছিলেন। তিনি বাপ্পার প্রশংসা করতেন আমার কাছে। তিনি বলতেন বাপ্পা ভালো ছেলে। ওকে বিয়ে করো। তোমাকে সারাজীবন সুখে রাখবে। কিন্তু কী হলো?’

তিনি আরও বলেন,‘ এই তানিয়ার সম্পর্ক নিয়ে তাজিন আপা কম দৌড়াননি। ওর তো প্রতিদিন প্রেম হয় আর ঘর ভাঙ্গে এক একজনের। প্রথমে দেবাশীষের সঙ্গে সম্পর্ক নিয়ে, পরে পার্থ বড়ুয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য! তাজিন আপা দৌড়িয়েছেন। আমরাও ছিলাম সে সময় তানিয়ার পাশে। সেই তানিয়া যদি আমার ঘর ভাঙ্গতে আসেন,

আপা যদি এমন নিউজ শোনে- সে কী করবে বেচারি? না হলে হঠাৎ করে তাজিন আপার হার্ট অ্যাটাক হবে কেন? আমেরিকা থেকে গতকাল রুমানা আমাকে ফোন দিয়েছে। ও আমাকে এ কথাটাই বলছে।

রিচিরাও এ ব্যাপারে কথা বলছে, সবাই ইনডাইরেক্টলি হলেও এই ব্যাপার নিয়ে আলোচনা করছে। তাজিন আপা হয়তো এমন খবরও সহ্য করতে পারেননি। উপরওয়ালাই ভালো জানেন। ‘

বাপ্পা মজুমদারকে নিয়ে তিনি বলেন,‘ আমি বাপ্পার নামে কোনো বদনাম করতে চাই না। আমার জন্য সবাই দোয়া করবেন-যেন আমি শক্ত থাকতে পারি। আমার মা আমাকে শিখিয়েছেন-বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়! এরচেয়ে বড় কথা আমি আর বলতেই পারব না। সবাই এখন পরিচয় পাচ্ছে।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৪ মে ২০১৮, ৭:১৪ অপরাহ্ণ ৭:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ