সাকিব

বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সাকিব

রূপচাদা প্রথম আলো পুরস্কারে আজ ঘোষনা করা হয় বাংলাদেশের সেরা ক্রীড়াবিদের নাম। সাকিব আল হাসান হোন বর্ষসেরা ক্রীড়াবিদ। আর রানার্স আপের পুরষ্কার পান যোথক্রমে মুশফিক এবং আজহারুল।

আজহারুল নামটা এতোটা পরিচিত নয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তবে সেই আজহারুল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন চাকতি খেলায় প্রায় ২১ বছর ধরে।

আজহার নিজেই জানালেন, আর ও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চান শুনে সাকিব অবাক হয়ে বলেছেন, ‘আরে ভাই বলেন কি! আপনার বয়স কতো?’

আজহারের অর্জন কিন্তু অনন্যই। সাকিব-মুশফিকরা তো অবাক হবেনই। সেই ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত চাকতি নিক্ষেপে প্রায় প্রতিটি আসরেই টানা সোনা জয় করে যাচ্ছেন আজহারুল।

গত ডিসেম্বরে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকসে গড়েছেন রেকর্ড। ২০০৬ সালে নিজেরই গড়া রেকর্ড ৪৪.০৬ মিটার ডিঙিয়ে গড়েছেন ৪৪.৩৭ মিটারের মাইলফলক।

শেয়ার করুন: