ভারত

মাসের পর মাস সমুদ্রে থাকা নৌসেনা অফিসারের স্ত্রী’দের জীবন কেমন হয় জানেন

সমুদ্রপথে শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষার দায়িত্ব থাকে ভারতের নৌসেনা অফিসারদের উপরে৷ দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে পেশার তাগিদে এরা জাহাজেই কাটিয়ে দেন জীবনের অর্ধেক সময়৷ যেকোনও মুহূর্তে রয়েছে মৃত্যু ভয়৷ ন’মাসে ছ’মাসে হয়তো একবার আসেন এরা পরিবারের কাছে৷

কিন্তু এই সমস্ত নৌসেনা অফিসারদেরও নিজের পরিবার রয়েছে৷ কেমন ভাবে কাটান তারা জীবন? সেটি হয়তো অনেকেই জানেন না৷দিনের পর দিন স্বামীকে ছেড়ে থাকার কষ্ট যেমন রয়েছে৷ তেমনই রয়েছে বেশ কিছু সুবিধাও৷

আপনি যদি ভারতের নৌবাহিনীর কোনও অফিসারকে বিয়ে করেন তাহলে ভারতের সবথেকে সুন্দর কিছু শহরে আপনি থাকার সুযোগ পেয়ে যেতে পারেন৷ এগুলির মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, ভাইজাগ, চেন্নাই এবং কোচি৷

নৌ অফিসাররা প্রতিটি ব়্যাঙ্কে দুই থেকে তিন বছরের জন্য থাকেন৷ দুই থেকে তিন মাসের জন্য তারা সমুদ্রে পাড়ি দেন৷ এই কয়েক মাস তারা জাহাজেই থাকেন৷ পরিবারের সঙ্গে থাকেনা কোনওরকম কোনও যোগাযোগ৷ এই দুনিয়া থেকেই একেবারে বিচ্ছিন্ন হয়ে যান এই সময়ে৷ পরিস্থিতি অনুযায়ী, এই সময়সীমা আরও বেড়ে যেতে পারে৷

তবে, এই জাহাজে থাকাকালীন তাদের পরিবার থেকে একেবারেই বিচ্ছিন্ন থাকেন তারা৷ সেই সময়টা এই সমস্ত নৌ অফিসারদের স্ত্রীদের জন্য কষ্টকর হলেও তারা আসতে আসতে এই পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে শেখেন৷

এরা নিজেদের মতন করে নিজেদের আনন্দ খুঁজে নেন৷ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পরেন তারা৷ যার জন্য স্বামী না থাকার কষ্টটা তারা ভুলে আনন্দেই থাকতে শুরু করেন৷

এছাড়াও এই সমস্ত নৌ অফিসারেরা তিন থেকে পাঁচ বছর অন্তর অন্তর ট্রান্সফার হন অন্যান্য শহরে৷ সেই সময় অন্য শহরে নিজেদের থাকার জায়গা না পাওয়া অবধি নিজেদের বন্ধুদের বাড়িতে থাকাই বেশি পছন্দ করেন তারা৷

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ জুন ২০১৮, ৮:৫৬ অপরাহ্ণ ৮:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • টেক

বিডিঅ্যাপস কানেক্ট: বিডিঅ্যাপস টপ ডেভেলপারস মিটআপ অনুষ্ঠিত

সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিডিঅ্যাপস কানেক্ট: এঙ্গেজ এন্ড ইনোভেট - টপ…

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ