আগুনে সব পুড়ে ছা্ই, কিন্তু পবিত্র কোরআন পুড়ে নাই

আগুনে সব পুড়ে ছা্ই, কিন্তু পবিত্র কোরআন পুড়ে নাই- পটুয়াখালীর দুমকিতে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত হলেও অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে।

কোরআন শরিফের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। আলগী এলাকার আব্দুল খালেক মৃধার বসতঘরে গ্যাসের চুল্লি থেকে আগুন লাগলে ভেতরে থাকা আসবাবপত্র ও নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এলে ছাই ও বসতঘরের ধ্বংসাবশেষের মধ্য থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে।

পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলোর চারপাশের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে পবিত্র কোরআন শরিফটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মরক্কো বাদশাহর আমন্ত্রণে রাজপ্রাসাদে তেলাওয়াত করবেন বাংলাদেশের শাইখ আহমাদ

উপমহাদেশের ইলমে কেরাতের কিংবদন্তী, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও কেরাতের পথপ্রদর্শক, শাইখুল কুররা হযরত মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর সুযোগ্য উত্তরসূরি,

শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী টানা ৫ম বারের মতো মরক্কোর বাদশাহ মুহাম্মদ হাসান ষষ্ঠ-এর দাওয়াতে রাজপ্রাসাদের অতিথি হয়ে আজ তুরস্ক সফর শেষে ইস্তাম্বুল থেকে মরক্কোর উদ্দেশ্য রওনা করবেন।

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীবর্গ, স্কলার, সামরিক প্রধান ও মরক্কোতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের উপস্থিতিতে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করবেন। সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য যে, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি দীর্ঘ ১৮ দিন ধরে তুরস্ক আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন ও তুরস্ক জাতীয় টেলিভিশন ও রেডিওতে নিয়মিত সাহরী ও ইফতারে তেলাওয়াত করেছেন।

শেয়ার করুন: