১৮ হাজার লিটার বিয়ার নিয়ে রাশিয়া বিশ্বকাপে জার্মান দল, কারণটা জেনে নিন

বিশ্বকাপে ভাল খেলতে চাই সব সময় চাঙ্গা থাকা। জার্মানরা এদিক দিয়ে বুঝি একটু বেশিই আমুদে। ইয়োকিম লো বিশ্বকাপের আগেই খেলোয়াড়দের গার্লফ্রেন্ডের সঙ্গে মিশতে বারণ করে দিয়েছেন।

কিন্তু তাতে কী! বিয়ার আছে না! জার্মানির বিভিন্ন অনুষ্ঠান তথা খাবারের পাশাপাশি বিয়ার পানে পটু তারা। বিশ্বকাপেও তাই ১৮ হাজার লিটার বিয়ার নিয়ে এসেছে জার্মানি।

গতকাল বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় আসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সঙ্গে নিয়ে আসে ১৮ হাজার লিটার বিয়ার। শুধু এটাই এনেছে তা নয়, সঙ্গে ৭০০ কেজি সস এবং ৩০০ কেজি আলুও নিয়ে আসছে। জার্মান ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের অফিশিয়াল পেজে পোস্ট করে এটি নিশ্চিত করেন।

জার্মান দলের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন বুন্দেসলীগার ক্লাব বায়ার্ন মিউনিখের। লীগ কিংবা কোন ট্রফি জয়ের পর সেই খেলোয়াড়দের বিয়ার নিয়ে উদযাপন বেশ পরিচিত মুখ ফুটবল অঙ্গনে। হয়তো এবারও বিশ্বকাপ জয়ের পর বিয়ার নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠবে জার্মানরা।

বিসিবির নতুন বেতন তালিকায় লিটন-রনি-শান্ত কত টাকা করে বেতন পাবেন? জেনে নিন

চলতি মৌসুমে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার সময় বিসিবি থেকে জানানো হয়েছিল, পারফরম্যান্সের বিবেচনায় তিনজনকে রুকু ক্যাটাগরিতে রাখা হবে।

সেই রুকু ক্যাটাগরিতে সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্ত। তারা বিসিবির ডি ক্যাটাগরি অনুসারে মাসিক ১ লাখ টাকা করে বেতন পাবেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলে আলোচনায় ঝড় তুলেছেন আফিফ হোসেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করা আফিফে মুগ্ধ হয়ে জাতীয় দলে সুযোগ করে দেন নির্বাচকরা। কিন্তু ছোট পর্দার এই অসাধারণ পারফর্মার ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে জাতীয় দলে সুযোগ পেয়ে তেমন কোনো কারিশমা দেখাতে পারেননি।

তবে উদীয়মান তারকা হিসেবেই বিসিবির নজড়ে আছেন খুলনার এই ১৮ বছর বয়সী অলরাউন্ডার। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আফিককে চুক্তির আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে তথা বিশেষ ক্যাটাগরিতে আছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট এবং ১০ হাজার রান সংগ্রহ করা আব্দুর রাজ্জাক ও তুষার ইমরান। দেশের ক্রিকেটের এই ‘বুড়ো’ ক্রিকেটারদের সঙ্গে আছেন তরুণ আফিফ। একই ক্যাটাগরিতে আছেন বিপিএলে অসাধারণ খেলে আলোচনায় চলে আসা পেস বোলার আবু জায়েদ রাহী।

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত এই বছর বাদ পড়েছেন। তবে বিসিবির বিশেষ ক্যাটাগরিতে সুযোগ পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মারকে। বিশেষ ক্যাটাগরিতে থাকা রাজ্জাক,তুষার, আফিফ, সৈকতরা বিসিবি থেকে মাসিক ৭৫ হাজার টাকা করে বেতন পাবেন।

শেয়ার করুন: