ভারত

বিশ্বনেতারা কে কোন ফোন ব্যবহার করেন?

সবার পকেটেই এখন একটি করে স্মার্টফোন থাকে। আর এর ব্যাতিক্রম নন রাষ্ট্রনেতারাও। স্মার্টফোনে গোপনীয়তার প্রশ্নে যখন গোটা বিশ্ব প্রশ্নের ছাপ তখন কীভাবে নিজেদের স্মার্টফোনে গোপনীয়তা রক্ষা করেন বিশ্বে তাবড় দেশের এক নম্বর নাগরিকরা। কেউ ব্যবহার করেন বিশেষ ফোন তো কেউ বাজারে চলতি ফোনে আলাদা সুরক্ষা পদ্ধতি বসিয়ে নেন।

আসুন দেখে নিন বিশ্বের শক্তিশালী কিছু রাষ্ট্রনেতা কী ফোন ব্যবহার করেন-

১) বারাক ওবামা-

বারাক ওবামা একটি ব্ল্যাকবেরী স্মার্টফোন ব্যবহার করেন। ৩০০০ মার্কিন ডলার দাম এই ফোনের। এই ফোনে নেই কোন হোয়াটসঅ্যাপ বা সেলফি ক্যামেরা। কোন গেম বা টেক্সট ফিচার নেই এই ব্ল্যাকবেরিতে। এই ফোনকে সুরক্ষিত রাখতে একাধিক এনক্রিপশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

২) নরেন্দ্র মোদি-

অ্যাপেল ডিভাইসের ফ্যান মোদি। লোকসভা নির্বাচনে জেতার পরে তিনি যে সেলফি পোস্ট করেন তা অ্যাপেল ডিভাইসে তোলা বলেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এছাড়াও নিজের সাথে সবসময় একটি iPad ও ল্যাপটপ সাথে রাখেন তিনি। তবে এই ডিভাইসে কী ধরনের সিকিউরিটি সিস্টেম ইন্সটল করা তা জানা যায়নি এখনো।

৩) হিলারী ক্লিন্টন-

ব্ল্যাকবেরী ফোন ব্যবহার করেন হিলারী। তাঁর হাতে সবসময় একটি ব্ল্যাকবেরী স্মার্টফোন দেখা যায়।

৪) ভ্লাদিমির পুতিন-

ভ্লাদিমির পুতিন একাধিক বার জানিয়েছেন সুরক্ষার কারনে কোন স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। তবে জানা গিয়েছে একটি গ্লোনাস ৯৪৫ অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন তিনি।

৫) ব্রিটিশ রাজ পরিবার-

ব্রিটিশ রাজকীয় পরিবার আইফোন ভালবাসে গত বছর প্রিন্স উইলিয়ামকে গ্রীষ্মকালীন অলিম্পিকে আইফোন দেখানো হয়েছিল। কুইন এলিজাবেথ তার কর্মচারীদের আইপ্যাড কেনার আদেশ দিয়েছেন।

৬) নওয়াজ শরিফ-

এক রিপোর্টে জানা গিয়েছে ব্ল্যাকবেরী ফোন ব্যাবহার করেন শরিফ। এছাড়াও ব্ল্যাকবেরী মেসেঞ্জারে অনলাইন থাকা তাঁর খুব পছন্দের।

৭) কিম জং উন-

উত্তর কোরিয়ার এই নেতা কী ফোন ব্যবহার করেন তা পরিষ্কার না। অনেকে মনে করেন একটি HTC বাটারফ্লাই ব্যবহার করেন তিনি।

৮) অ্যাঙ্গেলা মার্কেল-

দুটি ফোন ব্যাবহার করেন অ্যাঙ্গেলা মার্কেল। একটি নোকিয়া ৬২৬০ আর একটি ব্ল্যাকবেরী Z10।

৯) ডেভিড ক্যামারুন-

ডেভিড ক্যামারুনও ব্ল্যাকবেরী ভক্ত। একটি এনক্রিপটেড ফোন ব্যাবহার করেন তিনি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ জুন ২০১৮, ৯:২৯ পূর্বাহ্ণ ৯:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ