এক জান্নাতুল এর গল্প- যা শুনে কেঁদেছে ওর সহপাঠী, কেঁদেছে শিক্ষক

আসুন আজ আমরা জান্নাতুল এর গল্প শুনি। না, আমি জান্নাতুল নাঈম এভ্রিলের কথা বলছিনা। জান্নাতুল খাতুনের কথা বলছি।

আমাদের জান্নাতুল আমাদের স্কুলেরই ৪র্থ শ্রেণির একজন ছাত্রী। জান্নাতুল অনেক দিন স্কুলে আসছেনা।

এদিকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, পৌর এলাকাভুক্ত স্কুলেও উপবৃত্তি দেওয়া হবে। অথচ জান্নাতুল কাগজপত্র জমা দেয়নি।ছাত্র বৃগেড জান্নাতুলকে ধরে নিয়ে আসল।

-"স্কুলে আসছনা কেন?"

-"স্যার, আমি সৎ বাবার কাছে থাকি। আমার ছোট দুই ভাই বোন কে দেখাশুনা (১টি ১১ মাস, আরেকটি ৩,বছর), রান্না করা, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়।"

-"তোমার মা?"

-"মা স্যার মানুষের বাড়ি কাজ করতে যায়। ৩ বাড়িতে ঠিকা কাজ করে।তাহলে বলেন স্যার, আমি কীভাবে স্কুলে আসব!"

-"এখন কীভাবে এসেছ?"

-"স্যার, ছোট ভাইকে ঘুম পাড়িয়ে এসেছি। ছুটি দেন স্যার, ভাই উঠে যাবে!"

-"তোমার নিজের বাবা?"

-" ঢাকায় থাকে স্যার।"

-"তাহলে তুমি নিজের বাবার কাছে থাকোনা কেন? তাহলে তো স্কুলে যেতে পারতে।"

-সেখানেও একই অবস্থা স্যার। সৎ মা, ভাই বোন আছে।"

আজ এই জান্নাতুল একাই কাঁদেনাই। কেঁদেছে ওর সহপাঠী, কেঁদেছে এই নিরূপায় অধম শিক্ষক!
-Devdulal Das‎

শেয়ার করুন: