যানজটে বিরক্ত হয়ে ঘোড়ায় চড়ে অফিসে!

নাম রুপেশ কুমার ভার্মা পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিদিন যানজটে বিরক্ত হয়ে অফিসে যাওয়ার যানবাহন হিসেবে অবশেষে ঘোড়াকে বেছে নিলেন তিনি।

ভারতের ব্যাঙ্গালুরু প্রদেশের এই ব্যক্তি ঘোড়ায় চড়ে অফিসে গিয়ে দুর্বিসহ যানজটের বিরুদ্ধে প্রতিবাদ জানানোএই তরুণ ইঞ্জিনিয়ার ইতোমধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, টিপটপ পোশাক পরা একজন কাঁধে ল্যাপটপ ব্যাগ ঝুলিয়ে সাদা রঙের ঘোড়ায় চড়ে সড়ক ধরে চলছেন। ঘোড়ার পেটের কাছে ঝোলানো একটি প্ল্যাকার্ডে লেখা, ‘একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে শেষ কর্মদিবস।’

দেশটির সংবাদ মাধ্যম নিউজ১৮কে রুপেশ কুমার ভার্মা জানান, ব্যাঙ্গালুরুর যানজটে বিরক্ত হয়ে প্রতিবাদের এই পথ বেছে নিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি গত আট বছর ধরে ব্যাঙ্গালুরুতে বসবাস করছি। এখানকার সড়কগুলোর যানজট এবং মারাত্মক দূষিত বায়ুতে আমি বিরক্ত হয়ে পড়েছি। ঘোড়ায় চড়ে আসায় শুরুতে অফিসের নিরাপত্তারক্ষীরা আমাকে ঢুকতে বাধা দিয়েছিল।

তার ঘোড়ায় চড়ে অফিসে যাওয়ার ছবি যে ভাইরাল হয়ে যাবে, তা কল্পনা করেননি উল্লেখ করে ভার্মা বলেন, আমি জানতাম ‍না এটা ভাইরাল হয়ে যাবে। এটা আমার শেষ কর্মদিবস ছিলো এবং আমি এভাবেই যানজটের ওপর আমার বিরক্তি প্রকাশ করতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমাদের এক জায়গায় ৩০ থেকে ৪০ মিনিট বসে থাকতে হয়। এই সমস্যা সমাধানের অনেক উপায় আছে। সবচেয়ে বড় কথা এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের অনেক সুযোগও আছে।

চাকরি ছেড়ে নিজে নতুন কিছু করার চিন্তা করছেন উল্লেখ করে এই তরুণ বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করতে চেয়েছিলাম কিন্তু আমার সেই স্বপ্ন কখনোই সত্য হয়নি।

শেয়ার করুন: