টঙ্গীতে আগুনে পুড়েছে ৪০ দোকান

গাজীপুরের টঙ্গীতে এক অগ্নিকাণ্ডে পরিত্যাক্ত মালামালের ৪০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভেসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। বুধবার ভোরে টঙ্গীর বৌবাজার এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোরে বৌবাজার এলাকায় আবিদ সরকার ও আব্বাস সরকারের (দুইভাই) মালিকানাধীন পাশাপাশি থাকা পরিত্যক্ত (ভাঙারি) মোবাইল, কম্পিউটার, জুতা, সেন্ডেল, কাপড় ইত্যাদি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই ভাইয়ের মালিকানাধীন ৬টি মার্কেটের ৪০টি কক্ষ ও পরিত্যক্ত মালামাল পুড়ে গেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন: