অপরাধ

দ্রুত বড়লোক হবার উত্তম ১০ পেশা

পড়াশোনায় ভাল হোক বা মন্দ, বেশিরভাগ বাবা-মাই চান তাদের ছেলে মেয়েরা সচ্ছ্বল জীবনযাপন করুক। আর অনেকেই স্বপ্ন দেখেন ছেলেমেয়েরা একদিন বড়লোক হবে। সেই স্বপ্ন সফল করতে পারেন সঠিক পেশা নির্বাচন করে।

পৃথিবীতে শর্টকাটে কোন সাফল্যই আসে না। বিশেষ করে বড়লোক হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু সেই পরিশ্রম এমন ক্ষেত্রে করতে হবে যেখানে ফল ভাল পাওয়া যায়।

জেনে নিন এমন ১০টি পেশা যা খুব তাড়াতাড়ি অনেক অর্থ উপার্জন করার পথ সুগম করে—

১) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট: কষ্ট করে এই সংক্রান্ত ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অর্জন করে ফেলতে পারলেই ভাল চাকরির প্রচুর সম্ভাবনা। এর সঙ্গে যদি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে তবে বিদেশে চাকরির সুযোগ রয়েছে। ২০১৪ সালে গুগলের তথ্য অনুযায়ী পৃথিবীতে এরাই হায়েস্ট পেইড প্রফেশনাল।

২) মডেলিং: সকলের পক্ষে একাজ করা সম্ভব নয়, তবে যদি কেউ নিষ্ঠার সঙ্গে লেগে থাকেন এবং ‘অনেক’ কিছুর সঙ্গে আপোষ করতে রাজি থাকেন তবে এই পেশায় প্রচুর টাকা রোজগার করা কোন ব্যাপারই নয়।

৩) ডেটা সায়েন্টিস্ট:যারা অঙ্ক-স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রামিং সবাকিছুতেই খুব ভাল, তারা বিশেষ কিছু কোর্স করে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। শুরুতেই বছরে ৬ লক্ষ থেকে ৮ লক্ষ টাকার চাকরি পাবেন। চিফ ডেটা সায়েন্টিস্টের বেতন বছরে ১ কোটি টাকাও হতে পারে।

৪) ইনসিওরেন্স এজেন্ট: সবার দ্বারা একাজ হয় না। যারা শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্ট ভাল বোঝার পাশাপাশি খুব ভাল কথা বলতে পারেন, যে কোন লোকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলার দক্ষতা রাখেন, তারা এই কাজ করে অনেক বড় চাকুরেদের থেকেও বেশি আয় করতে পারেন।

৫) প্লাস্টিক সার্জন: ডাক্তারি পড়ে এই স্পেশালাইজেশন করলে অনেক টাকা আয়ের সম্ভাবনা। ইদানীংকালে ইস্থেটিক সার্জারি করার চাহিদা বেড়েছে। শুধু অভিনেতা-অভিনেত্রী-মডেলরা নন, অনেকেই নাক-চোখ-মুখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুঠাম করতে এই সার্জারি করান।

৬) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার:ভূর্গভস্থ তেল ও প্রাকৃতিক গ্যাস কীভাবে সংগ্রহ করা হবে তার পদ্ধতি নির্ধারণ করাই হল এর কাজ। কঠিন পড়াশোনা সন্দেহ নেই, তবে ভালভাবে পাশ করলে এবং বিদেশে চাকরি পেলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। শুরুতেই মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতে পারেন।

৭) প্রাইভেট টিউটর:আয়ের কোন সীমা-পরিসীমা নেই তবে এভাবে প্রচুর টাকা আয় করতে হলে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়তে হবে। পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম করে ক্লাসও নিতে হবে। সবচেয়ে বড় কথা, ‘ভাল’ পড়াতে হবে, যেন প্রতি বছর নতুন শত শত ছাত্র-ছাত্রী পড়তে আসে।

৮) লেখক:ইদানীংকালে অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন কারণ এখন ইংরেজি সাহিত্যের লেখকরা প্রচুর টাকা আয় করছেন পাবলিশিং কনট্রাক্টের মাধ্যমে। এর জন্য দিন রাত নানা বিষয় নিয়ে পড়তে হবে। খুব আত্মবিশ্বাসী না হলে অবশ্য লেখাকে পেশা করার ঝুঁকি নেওয়া উচিত নয়।

৯) ব্যবসা: যে কোন স্বাধীন ব্যবসাই দ্রুত বড়লোক হওয়ার চাবিকাঠি। শুধু ধৈর্য এবং বৈষয়িক বুদ্ধি থাকতে হবে।

১০) ফ্যাশন ডিজাইনার:এই পেশাতেও আয়ের কোন সীমা নেই তবে তার জন্য ডিগ্রি না হলেও চলবে। সৃজনশীলতা থাকতে হবে এবং কয়েক বছর শিক্ষানবীশ হিসেবে কাজ করতে হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ জুন ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ণ ১১:৫০ পূর্বাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
বিডিভিউ২৪ ডেস্ক

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ