প্রবাস

পদত্যাগ করছেন জার্মান কোচ!

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দলটির ফুটবল ইতিহাসে দীর্ঘ ৮০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো।

তাও আবার দুর্বল দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে। বিশ্বকাপ ট্রফি জয়ের দিক থেকে ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি। এখন পর্যন্ত জার্মানি চারবার বিশ্বকাপ নিয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার কাছে বাজেভাবে হেরে হতাশ দলটির খেলোয়াড়, কমকর্তাসহ সারা বিশ্বের অসংখ্য ভক্ত-সমর্থক।

তবে হতাশাটা মনে হয় জার্মান কোচ জোয়াকিম লো’কে একটু বেশি চেপে ধরেছে। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের বেদনায় পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন টনি ক্রুস- ওজিলদের গুরু। এ বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ধরা হয়েছিল জার্মানিকে। চারবার বিশ্ব জয়ী দল জার্মানি। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলা দলও তারা। সেই জার্মানিই কিনা এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। অথচ ফেভারিটের তকমা গায়ে মেখে রাশিয়ায় উড়ে এসেছিল জার্মানি। সেই ১৯৩৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ছিল জার্মানরা।

এতে জার্মান কোচ জোয়াকিম লো’র ভবিষ্যত শঙ্কায় পড়বে এটাই তো স্বাভাবিক। এমন বিপর্যয়ের পর তা নিয়ে প্রশ্নও ছুড়লেন সাংবাদিকরা।

অবশ্য সাংবাদিকদের ছুড়ে দেয়া প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লো। তিনি বলে, আমি বিদায় নেব কিনা, এখনই এর উত্তর দিতে পারছি না।

এই মুহূর্তে হতাশায় ডুবে আছি। আগে তা কাটিয়ে উঠতে একটু সময় দেন। বৃহস্পতিবারই (২৮ জুন) চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন। এখন কোনো কিছু ভাবতে পারছি না।

প্রসঙ্গত, ২০০৬ সালে জার্মানির কোচের দায়িত্ব নেন জোয়াকিম লো। তারপর থেকে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছিল জার্মান দল। ২০১৪ সালে তার অধীনেই বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে জার্মানি।

আর গত বছর কনফেডারেশন্স কাপ জেতে তারা। রাশিয়া বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই জার্মানির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জোয়াকিম লো। নতুন চুক্তি অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত দলটির কোচ থাকবেন তিনি।

তবে বিশ্বকাপে এমন শোচনীয় ব্যর্থতার পর তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাকে। এখন দেখার বিষয় আজ জোয়াকিম লো কি সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৮ জুন ২০১৮, ১১:২১ পূর্বাহ্ণ ১১:২১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • টেক

বিডিঅ্যাপস কানেক্ট: বিডিঅ্যাপস টপ ডেভেলপারস মিটআপ অনুষ্ঠিত

সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিডিঅ্যাপস কানেক্ট: এঙ্গেজ এন্ড ইনোভেট - টপ…

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ