মেসি

কষ্ট পেও না মেসি! তুমি ব্যর্থ নও!

শনিবার রাত ৮টার খেলায় ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজ়ম্যান। ৪১ মিনিটে গোলশোধ করেন আর্জেন্টিনার দি মারিয়া। প্রথমার্ধ ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল।

গোল খেয়েই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে ফ্রান্স। ৫৭ মিনিটের মাথায় সমতা ফেরান ফ্রান্সের বেঞ্জামিন। ৭ মিনিট পর দলকে এগিয়ে দেন এমবাপে।

৬৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন এমবাপে। ৯৩ মিনিটের মাথায় একটি গোলশোধ করেন আর্জেন্টিনার আগুয়েরো। তবে শেষমেষ ৪-৩ এর পরাজয় নিয়ে ২০১৮ বিশ্বকাপ শেষ করেছে আর্জেন্টিনা।

মেসির দিকে তাকিয়ে হলেও এই হার কোনভাবেই মেনে নিতে পারছে না ব্রাজিল সমর্থকসহ ফুটবলবিশ্ব। কেননা, এর আগের বিশ্বকাপে অর্থাৎ ১৪ সালে বলতে গেলে একাই দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন মেসি।

এবারও নকআউটে যাওয়ার পেছনে তার অবদানই বেশী। এমন একজন খেলোয়াড়ের হাতে একটি বিশ্বকাপ খুব পাওনা ছিল। কিন্তু তার দুর্ভাগ্য সে একাই খেলোয়াড়! বাকী সব কাবাডি খেলেছে। মেসির দুর্ভাগ্য, সে আর্জেন্টিনায় জন্মেছিল। অন্য দলের হয়ে খেললে আজ হয়তো দু-তিনটা বিশ্বকাপ উঠতো মেসির হাতে।

শেয়ার করুন: