‘ধানমন্ডি লেক’ এর যেখানে শিক্ষার্থীদের অশ্লীলতার অন্যতম কেন্দ্র!

অনেকেই বলে থাকেন, যান্ত্রিক এই ঢাকা শহরে বসবাস করা মানেই বন্দি জীবনযাপন। ইট পাথরের আকাশচুম্বি দালানের মধ্যে থাকতে থাকতে জীবন বিষন্ন।

আর তাই শত ব্যস্ততার মাঝে নিজের এবং পরিবারের প্রশান্তির জন্য শহরের পার্ক গুলোতে ছুটে যায় নগরীর মানুষ। কিন্তু শান্তি যে সেখানেও নেই। কারণ পরিবার পরিজন নিয়ে এসব পার্কে ঘুরতে আসা অভিভাবকরা পড়ে যান বিপাকে।

আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে বিপত্তিটা কোথায়? উত্তরে বলবো ‘উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ মেলামেশা।’ তবে স্বচক্ষে দেখলে আপনাদের মনেও প্রশ্ন জাগবে- এর নাম কি বিনোদন কেন্দ্র?

বলছি রাজধানীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ধানমন্ডি লেকের কথা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লেকে ভিড় জমায়।

অবশ্য শিক্ষার্থীদের পাশাপাশি মধ্য বয়সী লোকেরাও আসেন এই পার্কে। কেউ করেন শারীরিক ব্যায়াম আবার কেউবা বন্ধুদের নিয়ে খুনসুটিতে মেতে থাকেন।

লেকে ঘুরতে আসা এক ব্যক্তি বলেন, ‘লেকে আসাতো কোনো দোষের না। পড়ালেখা শেষে একটু ঘুরতে বের হওয়া। সময় পেলেই আমরা বন্ধুরা ধানমন্ডি লেকে ঘুরতে চলে আসি। আড্ডা দিয়ে চলে যাই। বিভিন্ন দিবসের দিনতো এখানে পা ফেলার জায়গাও পাবেন না।’

তবে পশ্চিম আকাশে নীলিমামাখা সূর্য যখন হেলে পড়ে তখন একদল শিক্ষার্থী (তরুণ তরুণী) আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। আবার যখন সন্ধ্যার আলোই আধাঁর খেলা করবে তখন এখানে যৌবন সৃষ্ট নির্লজ্জ বেহায়পনা চুম্বনের দৃশ্যের খেলা শুরু হয়। এসময় তারা ভুলে যায় পাশ দিয়ে কেউ হেটে যায়। লজ্জা নামক শব্দটাও তাদের কাছে তখন অপরিচিত হয়ে যায়।

ঢাকা কলেজ ও সিটি কলেজের এক যুগল প্রেমিক-প্রেমিকাকে প্রতিনিধি প্রশ্ন করেছিলেন, ‘সন্ধ্যা গড়িয়ে রাত…লেক ছেড়ে যাবেন কখন? এমন প্রশ্নের জবাবে প্রেমিক বলেন, ‘আমরা সব সময়তো এখানে আসি না। সময় পেলে সন্ধ্যার দিকে একটু হাটতে আসি। এইতো, আর কিছু না।’

রাজধানীর ধানমন্ডি-৩২ থেকে শুরু করে ঝিগাতলা পর্যন্ত এই লেকের অবস্থান।ধানমন্ডি লেকে ঘুরে দেখা যায় যে, জাহাজ বাড়ির অপর পাশে অবস্থিত ব্রিজে সন্ধ্যা থেকে রাত আটটার পড়েও তরুণ তরুণীরা একে অপরকে জড়িয়ে ধরে নানা অশালীন কাজ করছেন।

পার্কে ঘুরতে আসা এক দর্শনার্থীকে প্রশ্ন করা হলে তিনি বলেন- ‘প্রেমের নামে কি হচ্ছে লেকে?’ তিনি বলেন, ‘পরিবার নিয়ে একটু শান্তির খোঁজে এখানে আসি। এমন দৃশ্য ছেলে মেয়েরা দেখলে কি মনোভাব সৃষ্টি হবে তাদের ভেতরে? প্রশাসনের কাছে তিনি আবেদন করেন যেন এ ব্যাপারে নজর দেন।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৮ জুলাই ২০১৮, ৯:৫৪ পূর্বাহ্ণ ৯:৫৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ