পেসার রুবেলের নতুন কেলেংকারি!

সোমবার রাতেই হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলের বিশৃঙ্খলার অভিযোগ ওঠে পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে। ঝগড়ার সাথে হাতাহাতির ঘটনাও নাকি ঘটিয়েছেন দ্রুত গতির এ বোলার। আর এ কারনেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে পেসার রুবেলকে বলে ধারনা করা হচ্ছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, রুবেল প্রত্যাশা মেটাতে পারেনি, তাই তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা হবে। যদিও সে ১৬ জনের জনের ওয়ানডে দলে দলে আছে, কিন্তু মোস্তাফিজ নিজেকে ফিট প্রমাণ করায় ১৬ জনের স্কোয়াড থেকে একজন কমিয়ে আনার কথা ভাবছেন তারা।

অভিযোগ উঠেছে, রুবেল গড়পড়তা ১৩০ কিলোমিটারের আশপাশে বল করেছেন, যা দেখে হতাশ হয়েছেন কোচ স্টিভ রোডস আর অসুন্তুষ্ট অধিনায়ক সাকিব আল হাসান।

অভিযোগ উঠেছে, ১৪০ কিলোমিটার গতিতে বল করার সামর্থ্য থাকলেও অ্যান্টিগা টেস্টে রুবে গড়পড়তা ১৩০ কিলোমিটারের আশপাশে বল করেছেন। যা দেখে হতাশ হয়েছেন কোচ।

শেয়ার করুন: