আবহাওয়া

ক্ষোভে ফুসছে শাহবাগ, নৌমন্ত্রীর কুশপুত্তলিকায় আগুন

রাজধানী জুড়ে সড়ক অবরোধের পর এবার আন্দোলনের কেন্দ্রভূমি হয়ে উঠেছে শাহবাগ। ক্রমশই শিক্ষার্থীরা জমায়েত হচ্ছেন সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে দখলে নিয়েছে শাহবাগ। এ পরিস্থিতিতে দুপুর একটার দিকে পরিবহন শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর বারোটার দিকে শাহবাগে জমায়েত হতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংহতি জানিয়ে অবস্থান নিতে দেখা যায়।

কর্মসূচিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ আশিক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।

রাজনৈতিক দলদাস ও পরিবহন মাফিয়াদের কারণে বারবার হত্যাকাণ্ড ঘটলেও বিচার হচ্ছে না। ফলে একইকাণ্ড বারবার ঘটছে। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক রায় বলেন, সংহতি জানাতেই সমাবেশে উপস্থিত হয়েছি। সবকিছুর জন্য দায়ি নৌমন্ত্রী। তিনি সেই ড্রাইভার ও গাড়ির মালিককে বাঁচানোর চেষ্টা করছেন।

এমনকি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা না জানিয়ে উল্টো হাসিমুখে কথা বলছেন। তার মন্ত্রীত্ব থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১ আগস্ট ২০১৮, ২:৪০ অপরাহ্ণ ২:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ