আবহাওয়া

আন্দোলনরত শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিল চালক! (ভিডিও)

ভিডিওটি ভাইরাল হচ্ছে। নিরাপদ সড়ক আর সহপাঠী হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছে কোমলমতি শিশুরা। তারা আন্দোলন করে যাচ্ছে। এমনিতেই নৌপরিবহন মন্ত্রীর হাসিমুখের বক্তব্য আর শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ জনগণ।

এমনিতেই শহরে গণপরিবহন চালকদের আচরণ ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে অনেক দিন ধরে। তারা যাত্রী বা রাস্তার মানুষদের মানুষ মনে করে না। এরই মধ্যে আজকের একটি ভিডিও চমকে দিচ্ছে সবাইকে।

কেবল ভিডিওটি মিলেছে। এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডি থেকে কিছু তথ্যও মিলেছে। বলা হচ্ছে এ ঘটনা আজকের, স্থান শনির আখড়া। পোস্টে লেখা হয়েছে, 'শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল।

প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি লেগুনার ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।

আমার কথা হচ্ছে বাস, পিকাপ ভ্যান, ট্রাক ড্রাইভাররা কি সাধারণ জনগণকে মানুষ মনে করে না নাকি? এই জাস্টিস ফর সেইফ রোডস আন্দোলনে যে ছেলেটির ওপর দিয়ে পিকাপ ভ্যান তুলে দিয়ে চলে গেলো সেই ছেলেটির দায়ভার কে নেবে? নাকি আরো মৃতদেহ লাগবে জাস্টিস পাওয়ার জন্য?

লোকেশন : শনির আখড়া'

অনেকে বলছেন, ওই ঘটনায় মোট ৩ জন আহত হয়েছেন। যে ছেলেটি গাড়ির নিচে পড়েছেন তিনি গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে আহত কোনো ছাত্রকে নেয়া হয়নি।

এদিকে, ফেসবুকের বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, গাড়ির নিচে পড়া ছেলেটি নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্র ফয়সাল আহমেদ।

তবে যাত্রাবাড়ী থাকার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এই ভিডিওটি পুরনো। এর কোনো সত্যতা মেলেনি। এটি প্রচার করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার কথা আমিও শুনেছি।

কিন্তু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে খোঁজ নিয়ে এখন পর্যন্ত আহত কোনো ছাত্রের খবর মেলেনি। তাছাড়া ভিডিওটি পুরনো বলেও খবর পাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১ আগস্ট ২০১৮, ৩:৩৮ অপরাহ্ণ ৩:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ