এমপিকে অবরুদ্ধ করে, ছাত্রলীগের সহ-সভাপতিকে বেদম পেটালো শিক্ষার্থীরা

চালকের লাইসেন্স না থাকায় এবার রাজধানীতে এমপির গাড়ি আটকে দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর শনিরআখড়ায় গাড়ি চালক ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা। তখন সাংসদকে মুক্ত করতে এগিয়ে আসেন কদমতলী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম রাজীব।

শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে তাকে বেদম মারধর করা হয়। পরে ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম মঞ্জুরুল আলম সাংসদ পঙ্কজ দেবনাথের গাড়ির ইনস্যুরেন্স পলিসি ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকার বিষয়ে মামলা দায়ের করলে গাড়িটি ছেড়ে দেন শিক্ষাথীরা। পঙ্কজ দেবনাথ বরিশালের মেহেন্দিগঞ্জের সাংসদ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

শেয়ার করুন: