miladunnobi

মহানবী (সা.) কতবার পবিত্র ওমরা ও হজ পালন করেছেন?

মুসলমানদের জন্য হজ্জ ফরয করা হয়েছে। আর সে কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত জেনে নিন মহানবী (সা.) কতবার পবিত্র ওমরা ও হজ পালন করেছেন?থেকে হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থি পবিত্র মক্কায় যায়।

কিন্তু জানেন কি আমাদের প্রিয় নবী (সা.) মোট কতবার পবিত্র ওমরা এবং হজ্জ পালন করেছেন।জেনে নিন মহানবী (সা.) কতবার পবিত্র ওমরা ও হজ পালন করেছেন?

আসলে রাসূলে কারীম (সা.)মোট চারটি উমরা করেছেন। প্রত্যেকটিই যিলকদ মাসে। প্রথমটি হুদায়বিয়ার উমরা, যা ষষ্ঠ হিজরীতে হয়েছে। দ্বিতীয় উমরা পরবর্তী বছর হয়েছে। তৃতীয় উমরাতুল জি’রানা। হুনাইন থেকে ফেরার পথে জি’রানা থেকে ইহরাম বেঁধে ছিলেন।

চতুর্থটি বিদায় হজ্বের সাথে করেছেন। তাহলে সর্বমোট উমরা চারটি হলেও পৃথক সফরে পূর্ণ উমরা হয়েছে মোট দুইটি।জেনে নিন মহানবী (সা.) কতবার পবিত্র ওমরা ও হজ পালন করেছেন?

আর হিজরতের পর রাসূলুল্লাহ (মা.)একটি মাত্র হজ্ব করেছেন। সেটি হল বিদায় হজ্ব। বিদায় হজ্ব দশম হিজরীতে হয়েছে। হিজরতের আগে কয়টি হজ্ব করেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায় না। জামে তিরমিযীর এক বর্ণনায় দুইটির কথা আছে।

তবে অন্যান্য দলীল দ্বারা তাবেয়ীন ও মুহাদ্দিসগণ আরো বেশি সংখ্যক হজ্বের কথা উল্লেখ করেছেন। এমনকি ইবনুল আমীর রাহ. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জেনে নিন মহানবী (সা.) কতবার পবিত্র ওমরা ও হজ পালন করেছেন?

আগে প্রতি বছরই হজ্ব করতেন। এটাই স্বাভাবিক। এর সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। [সুবুলুল হুদা ওয়ার রাশাদ ৮/৪৪৪-৪৪৯;

শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ ৪/১৪১; আলবিদায়া ওয়ান নিহায়া ৭/৪০৬; সহীহ বুখারী ১/২৩৮; সহীহ মুসলিম ১/৩৯৪; জামে তিরমিযী ১/১৬৮;

শেয়ার করুন: