ফোনে কথা বলছিলেন চালক, বাস উল্টে নিহত ১

খাগড়াছড়িতে একটি বাস উল্টে এরশাদ মিয়া (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ১২জন আহত হয়েছেন।

বাসচালক মোবাইল ফোনে কথার বলার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ মিয়া জেলার পানছড়ির মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ির আলুটিলা বড়ব্রিজ নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত দশজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন: