বিসিবি প্রধান এলেই মোসাদ্দেকের ব্যাপারে সিদ্ধান্ত

একের পর এক অঘটন ঘটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ধারাবাহিকভাবে শাহাদাৎ হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহিদ, সাব্বির রহমান, নাসির হোসেনের পর এবার এই তালিকায় যোগ হলো উদীয়মান তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের নাম।

মোসাদ্দেকের স্ত্রীর করা যৌতুকের মামলায় ফাঁসতে যাচ্ছেন এই ক্রিকেটার। গতকাল রোববার তার স্ত্রী সামিয়া শারমিনের বড় ভাই মোজাম্মেল কবির ময়মনসিংহের এক নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।

আজ সোমবার বিসিবি একাডেমি মাঠে শুরু হয় আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি পর্ব। তার একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে শুরু হয় সৈকতের গুঞ্জন।

এই গুঞ্জন আজ গড়ায় বোর্ড কর্তাদের কানেও। এ নিয়ে আজ গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
একের পর এক এমন ঘটনার দায় এড়াতে পারছে না খোদ বিসিবিও।

নিজাম উদ্দিন বলেন, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সাথেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও ব্যাপারটা তাদের পারিবারিক কিন্তু আমাদের দিক থেকে যা করণীয় সেটা করবো আমরা।

বিসিবি প্রধান দেশের বাইরে আছেন। তিনি এলে শুধু মোসাদ্দেকই নন, আরও যারা অতীতে এমন ঘটনা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।

আজ প্রাথমিক দলের অনুশীলনে ছিলেন মোসাদ্দেক হোসেনও। তবে এ ব্যাপারে কোনও কথা বলেননি এই ডানহাতি অলরাউন্ডার।

শেয়ার করুন: