গণমাধ্যমে দেয়া বক্তব্য নিয়ে মুখ খুললেন সাকিব

আসন্ন এশিয়া কাপে সাকিবের খেলা না খেলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, তিনি এখন ২০-৩০ ভাগ ফিট। সাকিবের এই মন্তব্য ভালো ভাবে নেয়নি বিসিবি।

এদিকে গণমাধ্যমকে দেয়া সাকিবের বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে বিসিবিতে। ফিটনেস নিয়ে সাকিবের এধরনের বক্তব্যে রীতিমতো বিব্রত বোর্ড। তবে, বিষয়টি নিয়ে রাতেই বোর্ডকে করা এক মেইলে সাকিব জানিয়েছে, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এশিয়া কাপ খেলা নিয়ে তার কোন সংশয় নেই।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। বিষয়টি নিয়ে সেখান থেকে বিসিবি বরাবর একটি মেইল করেছেন তিনি। মেইলে তিনি জানান, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কথাটা ওভাবে বলেননি। ওটা ছিল একটা ‘হালকা কথোপকথন’ মাত্র।

উল্লেখ্য, সাকিবের দেয়া বক্তব্যে বিব্রতবোধ করে বিসিবি বলেছিল, ‘তার এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর। সে ২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।’ তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সাকিবের মেইলটি তারা পেয়েছেন, দলের আগেই দুবাই পৌঁছে যাবে সে।

শেয়ার করুন: