বিবাহিত জীবন সম্পর্কে কি বলেছিলেন দ্রৌপদী?

মহাভারতের গল্পে আমরা দেখি, দ্রৌপদী তাঁর বিবাহিত জীবন সম্পর্কে কিছু কথা বলেছেন কৃষ্ণের স্ত্রী সত্যভামাকে। আর সেই কথাগুলি আপনিও জানলে বুঝতে পারবেন বিবাহিত জীবনকে সুস্থ ও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি কতটা জরুরি। দ্রৌপদী বলেছিলেন কি বলেছিলেন?

১. কখনও স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। কালা যাদু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। স্বামীকে তার নিজের মত ছেড়ে দাও। তাতেই কিন্তু সে ঠিক থাকে। ২. একজন বুদ্ধিমতী স্ত্রী’র সবসময় উচিৎ স্বামীর আত্মীয়-স্বজন সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে নেওয়া।

৩. একজন মহিলা যিনি মিথ্যা কথা বলেন, তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিৎ। এতে বিবাহিত জীবন নষ্ট হয়ে যেতে পারে। ৪. একজন নারীর কখনও উচিৎ নয় কাউকে অসম্মান করা। সে বয়সে ছোট হোক অথবা বড়। সবসময় পরিবারকে ভালোবাসা উচিৎ।

৫. কখনও একজন মহিলার অলস জীবন কাটানো উচিৎ নয়। স্বামীর যত্ন নিলে প্রিয় স্ত্রী হয়ে ওঠা সম্ভব। ৬. কোনও মহিলার বাড়ির বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিৎ নয়। এতে সমাজের চোখে সে ছোট হয়ে যায়। ৭. একজন মহিলার সবসময় নিজের রাগ নিয়ন্ত্রণ করা উচিৎ। অতিরিক্ত কথা বলা কখনো উচিৎ নয়।

শেয়ার করুন: