জয়ের হাসি মুখে নিয়ে গ্যালারী পরিস্কার করে বাংলাদেশিদের অনন্য নজির

জয় দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ । প্রথমে ব্যাট করতে নেমে মুশফিক-মিথুনদের ব্যাটে এবং তামিম দুঃসাহসী সিদ্ধান্তে শ্রীলঙ্কাকে ২৬২ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলো শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল শ্রীলঙ্কা হয়তো সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে।

এর পরই চিত্রটা পাল্টে যায়, দ্বিতীয় ওভারের শেষ বলেই লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সে ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তাই ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

তবে শুধু জয় নয়, সংযুক্ত আরব আমিরাতে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশীরা। ম্যাচের পর গ্যালারীর ময়লা পরিস্কার করে তারা এ নজির স্থাপন করেছে। যেসব ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বাংলাদেশের এ জয়ের পিছনে রয়েছে তামিমের ত্যাগ, মুশফিকের দাপুর্টে ইনিংস ও মাশরাফির নেতৃত্ব। সর্বোপরী টাইগারদের নিরলস পরিশ্রম এনে দিয়েছে আজকের জয়।

শেয়ার করুন: