এক হাতে ব্যাট করে ১০ লাখ টাকা পাচ্ছেন তামিম!

এশিয়া কাপে চোট নিয়ে এক হাতে সাহসিকতার সাথে ব্যাট করায় বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ১০ লাখ টাকা দেবে বলে ঘোষণা দিয়েছে আম্বার গ্রুপ। তাঁদের নিজস্ব ফেসবুকে তারা এই ঘোষণা প্রচারণা করছে।

তামিম ইকবালকে পুরষ্কৃত করার ঘোষণায় এই প্রতিষ্ঠান বলছে, ‘দলের দুঃসময়ে মারাত্মক আহত অবস্থায় মাঠে নেমে এক হাত দিয়ে ব্যাট ধরে বলের যে মোকাবেলা করেছে তা অনন্য। এই বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে ১০ লাখ টাকা দিচ্ছে’।

প্রসঙ্গত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। ঝুঁকি নিয়ে এক হাতে সুরঙ্গা লাকমলের মারাত্মক বাউন্সার ডেলিভেরি মোকাবেলা করেন তিনি। তার এমন মানসিকতা দেখে যেন আরও অনুপ্রাণিত হয়ে ইনিংসের শেষ দিকে আলো ছড়ান মুশফিকুর রহিম।

স্লগ ওভারে বোলারদের শাসন করে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত চোটগ্রস্ত তামিমকে নিয়ে ৩২ রান যোগ করেন মিস্টার ডিপেন্ডেবল। সবকটিই তার রান। মাঝে মাত্র একটি বল খেলেছেন তামিম।

শেয়ার করুন: