সাকিবের বিরুদ্ধে ধোনির ফাঁদ

নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দলের নেতৃত্ব তাকে ছাড়েনি। তাই দুবাই এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের ফাঁদ আঁটতে ভূমিকা রেখেছেন তিনি। অবশ্য তাতে ফলও পায় ভারত।

ওই ম্যাচে সাকিব আল হাসান আউট হওয়ার আগে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলছিলেন ধোনি। তখন স্লিপে দাঁড়িয়ে ছিলেন শেখর ধাওয়ান।

রোহিত শর্মার সঙ্গে ধোনি কথা বলার পরই ধাওয়ানকে দাঁড় করানো হয় স্কোয়ার লেগে। আর সাকিব মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দেন একেবারে ধাওয়ানের হাতে।

এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় ধোনির প্রশংসা। কেউ কেউ লেখেন, ধোনি চিরকালই লিডার থেকে যাবেন। ধোনিকে কেন সেরা অধিনায়ক বলা হয়, সেটা বোঝা গেল।

শেয়ার করুন: