মাছের মুখে অবিরাম আল্লাহ্‌র জিকির

আল্লাহ্‌র জিকির শব্দের অর্থ আল্লাহর স্মরন। কিন্তু ইসলামের দৃষ্টিতে যে কাজের দ্বারা সওয়াব হয় তাহাই জিকির । কারণ প্রতিটি সওয়াবের মুহুর্তেই আল্লাহর স্বরন হয়। মোট কথা আসল জিকির হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহকে আমদের ক্বলব বা মনের মধ্যে স্মরণের মাধ্যমেই আমাদের ক্বলব বা মন পরিস্কার বা সুস্থ করা সম্ভব।

সুতরাং আল্লাহর জিকির করা আমাদের অনেক উত্তম কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন । সৃষ্টি জগতকে সাজিয়েছেন অপরূপ সৌন্দর্যে ।

প্রকৃতির চারদিকে তাকালে আমরা যে অপরূপ সৌন্দর্য দেখতে পাই তা আল্লাহরই সৃষ্টি। সৃষ্টি জগতের সব কিছু অবলোকন করা মানব সাধ্যের বাহিরে। তবুও আমরা আমাদের চার পাশে স্রষ্টার সৃষ্টি জগতের যা কিছু দেখি তা দেখেই আমাদের চোখ জুড়িয়ে যায়।

অনুভব করতে পারি যে আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন উনি কত না ই সুন্দর । আর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষই সকলের উপরের অবস্থানে আসীন। এই মানবজাতিকে স্রষ্টার মাহাত্য বুঝানোর জন্য মহান আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যা দেখলে মানুষের হতবাক হওয়া ছাড়া কিছু করার থাকে না।

শেয়ার করুন: