ইমরান খানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ

ইমরান খানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দেশটির এক সাংবাদিক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন সরকার ইউরোপের দেশ সুইডেনের আর্থিক মডেল অনুসরণের পরিকল্পনার খবর প্রকাশের পরই ওই সাংবাদিক এ মন্তব্য করেন।

পাকিস্তানের ক্যাপিটাল টেলিভিশনের টক শো ‘আওয়াম’-এ সম্প্রতি দেশটির প্রবীণ সাংবাদিক জায়গাম খান এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। তবে সাংবাদিকের এ পরামর্শ ইমরান খানের সরকার কতটা মানবে, তা জানা যায়নি। সুইডেনের আন্তর্জাতিক ঋণ এবং মূল্যবৃদ্ধির হার বেশ কম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এটিই বেশ ভালো অবস্থানে রয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। এরপরই প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের আপামর জনগণ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় ছিনিয়ে নিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ বাংলাদেশের অভ্যুদয় হয়। সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের ভবিষ্য

ৎ নিয়ে পাকিস্তানের বিশেষজ্ঞরা নানা তির্যক মন্তব্যও সে সময় করেছিলেন। ৪৭ বছর পর দেশটির সাংবাদিকের মুখে উল্টো সুর শোনা গেল।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে সুইডেনের পরিবর্তে বাংলাদেশকেই মডেল হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাংবাদিক, নৃতাত্ত্বিক ও উন্নয়নকর্মী জায়গাম খান। এর সপক্ষে যুক্তি হিসেবে তিনি তুলে ধরেছেন কয়েক বছর ধরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করে চলেছে।

এ ছাড়া ঢাকা ও ইসলামাবাদের স্টক এক্সচেঞ্জের তুলনা করেও তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। বক্তব্যে তিনি পাকিস্তানের দুর্বল দিকগুলো তুলে ধরেন। জায়গাম খানের বক্তব্যের পর টক শোতে অংশ নেওয়া অপর সাংবাদিক, আর্থিক পরামর্শদাতা ও বিশেষজ্ঞরা বাংলাদেশের অনন্য অর্জন ও সাফল্যর প্রশংসা করেন।

শেয়ার করুন: