আইসিসি র‌্যাংকিংয়ে যে চমক দেখাল বাংলাদেশ!

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এতো দিন নারী ক্রিকেট দলের কোনো র‌্যাংকিং করেনি। তবে গতকাল (১২ অক্টোবর) থেকে নারী ক্রিকেটারদের র‌্যাংকিং চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এতে করে অংশগ্রহনকারী দলগুলোর অবস্থান ও মান সম্পর্কে সহজেই জানতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি নিশ্চিত করে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলেন, ‘নতুন র‌্যাংকিং দলগুলোকে নিয়মিত খেলার সুযোগ করে দেবে। সেই সঙ্গে তাদের উন্নতি অব্যাহত থাকবে।’

আইসিসি দলের সংখ্যা বাড়িয়েছে বেশ। নারীদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ঠাঁই পেয়েছে ৪৬ দল। গত জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের বিকাশে র‌্যাংকিং চালু হলো।

প্রথম প্রকাশিত র‌্যাংকিং অনুসারে ২৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। ওয়ানডেতেও একই জায়গায় সালমারা। অন্যদিকে ওয়ানডেতেও শীর্ষস্থান ধরে রেখেছে অসিরা।

শেয়ার করুন: