মহিলাদের চুল বিক্রি প্রসঙ্গে জরুরী মাসয়ালা

আমাদের সমাজে একশ্রেণির ফেরিওয়ালা এসে মহিলাদের চুল কিনে নিয়ে যায়। অধিকাংশ মহিলা তাদের ঝরেপড়া চুল বিক্রি করে থাকে। অথচ চুল বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। তাই তা থেকে বাঁচা জরুরি।

(বোখারি : ৫৯৩১, মুসলিম : ২১২২, রদ্দুল মুহতার : ৫/৫৮, আল ফাতাওয়াল হিন্দিয়া : ৩/১১৫, মাজমাউল আনহুর : ৩/৮৫, আল হিদায়া : ৩/৫৫)।

মুফতি মুহাম্মাদ ওমর ফারুক মুসআব

পেশ ইমাম, খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ, ঢাকা-১২১৯

শেয়ার করুন: