Rare Custard Apple Seeds; Image Source: amazon.in

কিয়ামত এর পূর্বে জিবরাঈল (আঃ) দুনিয়া থেকে যে ১০টি জিনিস তুলে নিবেন

কিয়ামত এর পূর্বে হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল!

আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব। দশম জিনিসটা তুলে নেওয়ার দশটি জিনিস হল —

১. বরকত তুলে নেব, ২. এবাদত থেকে মজা তুলে নেব, ৩. পরস্পর মহব্বত তুলে নেব, ৫. হক বিচার তুলে নেব, ৬. ছবর (ধৈর্য্য) তুলে নেব, ৭. আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না, ৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব, ৯. ঈমানদার থাকবে না- ঈমান উঠে যাবে, ১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব , অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব।

আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময়। হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড়। আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখেদিন। লেখক: ক্বারী উমর আল রহিম

শেয়ার করুন: