খালেদা জিয়া

‘খালেদা জিয়াকে কি আমরা আটক করেছি?’

সংলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে তো আদালত সাজা দিয়েছে? আমরা তো খালেদা জিয়াকে গ্রেপ্তার করিনি। হাইকোর্ট যদি খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়, তাহলে আমরা কী করবো?

এ সময় প্রধানমন্ত্রী এক্যফ্রন্টের নেতা ড. কামালকে জিজ্ঞেস করেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া কি সরকারের পক্ষে সম্ভব নাকি? সরকার কীভাবে তাঁকে মুক্তি দেবে? এটি তো সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) তো আইনগত লড়াই করেছে। একটা মামলা ১০ বছর ধরে চলেছে। আরেকটি চলেছে ৮ বছর। প্রথম মামলা তো আমরাও করিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা হয়েছে।

ড. কামালকে প্রধানমন্ত্রী বলেন, এখানে আমরা তাঁকে (খালেদা জিয়া) কোথায় আটক করলাম? আমরা তাঁকে ছাড়বই বা কীভাবে? আপনারা এত আইনের কথা বলেন, আমাকে একটু আইনের পথ দেখান?

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সংলাপ রাত ১০ টার দিকেও সংলাপ চলছিল।

শেয়ার করুন: