পশুরাও কি ধর্ষণ করে! জেনে নিন শান্ত জন্তুদের নিষ্ঠুরতা

হাঁস: জোর খাটিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে যায় হাঁস। মাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ৪০ শতাংশ হাঁস যে ভাবে মিলন করে, তা ধর্ষণেরই শামিল। ছবি শাটারস্টক থেকে

ডলফিন: পুরুষ ডলফিন দল বেঁধে স্ত্রী ডলফিনকে ধর্ষণ ও হত্যাও করে থাকে।

মেরু ভল্লুক: পুরুষ মেরু ভল্লুক নানা ধরনের বীভৎস কাণ্ড করে থাকে। স্ত্রী মেরু ভল্লুকের সঙ্গে জোর করে মিলিত হওয়া তো বটেই, স্বজাতিকে মেরে খাওয়ার মতো ঘটনাও তার মধ্যে থাকে।

জলহস্তী: জলহস্তী তৃণভোজী হওয়া সত্ত্বেও কোনও রকম প্ররোচনা ছাড়াই তা বিভিন্ন প্রাণীকে আক্রমণ করে থাকে। এমনকী, ধর্ষণ করার কথাও শোনা যায়।

সিলমাছ: শুনতে অবাক লাগলেও, সিলমাছ ধর্ষণ করে পেঙ্গুইনকে।

ভোঁদড়: জীবনধারণের কারণে নয়, স্রেফ ফুর্তির কারণে অন্যকে খুন করে ভোঁদড়। মৃতের সঙ্গে মিলনের প্রবণতা বা নেক্রোফিলিয়াও দেখা যায় তাদের মধ্যে।

কাঠবিড়ালি: কাঠবিড়ালি বহু সময়েই অতি আক্রমণাত্মক হয়ে পড়ে। মানুষও কখনও কখনও তার আক্রমণের শিকার হয়।

পেঙ্গুইন: নিজের বাচ্চাকে হারানোর পরে অন্য পেঙ্গুইনের বাচ্চা চুরি করার প্রবণতা পেঙ্গুইনের মধ্যে দেখা যায়। একই সঙ্গে নিজের সন্তানকে অবহেলায় মৃত্যুর দিকে ঠেলে দিতেও তারা দ্বিধা করে না।

শেয়ার করুন: