জয়ের পরেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

রাশিয়া বিশ্বকাপ নকআউট পর্বে মেক্সিকোকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। যদিও খেলার শুরুতেই বেশ দাপটের সঙ্গে মাঠে রাজত্ব করে মেক্সিকো। তবে বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি।

আক্রমণ সামলে উপর্যুপরি পাল্টা আক্রমণ শুরু করে নেইমার-জেসুসরা। ২০ মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো।

খেলার প্রথমার্ধে উভয় দল গোল শূন্য বিরতিতে গেলেও বিরতি থেকে ফিরেই খেলার ৫০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় নেইমার। এরপর খেলার ৮৮ মিনিটে রোবার্ত ফিরমিনো দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

তবে জয়ের পর ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ হলো সামনের ম্যাচে কাসেমিরোকে দলে পাচ্ছে না তারা। বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় প্রথম রাউন্ড থেকে কোয়ার্টার পর্যন্ত দুটি হলুদ কার্ড দেখলে তাকে এক ম্যাচ বসে থাকতে হবে।

কাসেমিরো পড়েছেন সেই খড়গে। এর আগে গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এরপর আজ মেক্সিকোর বিপক্ষে ৬৩ মিনিটে হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার।

কাসেমিরোর পরিবর্তে সামনের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে ফার্নান্দিনহোকে। তবে ব্রাজিল কোচের কৌশলে কাসেমিরো বিশেষ কিছু।

কারণ ব্রাজিলের কোচ এর আগে কাসেমিরোকে নিয়ে বলেন, তার দলের সেরা অস্ত্র নেইমার-কৌতিনহো নন, কাসেমিরো।

শেয়ার করুন: