সংসদে মতিয়া চৌধুরীকে ঘুম থেকে তুললেন প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রীর একটি আসন পরেই তার আসন। অথচ প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রশ্নোত্তরের সময়েই ঘুমিয়ে পড়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শুধুমাত্র তিনিই নয়, আরো বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য ঘুমের রাজ্যে চলে যান।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি জাতীয় পার্টির ফখরুল ইমামের। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সে বিষয়টিই তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই দীর্ঘ উত্তর আমরা মনোযোগ দিয়ে শুনলেও সরকারি দলের মন্ত্রী-সংসদ সদস্যরা ঘুমিয়ে পড়েছেন। এ সময়টিতেও গভীর ঘুমে ছিলেন মতিয়া চৌধুরী।

এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিয়া চৌধুরীকে অনেকটা ডেকেই তুলেন। অবশ্য সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রীর ঘুমের প্রসঙ্গ টানেননি।

প্রসঙ্গত, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত সময় ৩০ মিনিট হলেও প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দীর্ঘ হওয়ায় প্রশ্নোত্তর পর্বটি প্রায় এক ঘণ্টার কাছাকাছি হয়।

শেয়ার করুন: