ফাইনালে মাঠে ঢুকায় সেই চারজনকে যে শাস্তি দিল আদালত

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে মাঠে প্রবেশ করায় চার জনকে জেল দিয়েছে মস্কোর আদালত। তাদের প্রত্যেককে ১৫ দিনের জেল এবং আগামী তিন বছরের জন্য যে কোনো ক্রীড়া অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ভেরোনিকা নিরুলশিনা, ওলগা কুরাচেভা, পিওতর ভের্জিলভক এবং ওলগা পাখতুসোভা। এদের মধ্যে ভের্জিলভক মিড়িয়াজোনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। এতে মানবাধিকার আন্দোলনের বিচার নিয়ে খবর প্রকাশ করে।

তাদের বিরুদ্ধে দর্শকদের আচরণের নিয়মবিধি ভাঙ্গার অভিযোগ আনা হয়েছে এবং এ আইনের অধীনে সর্বেোচ্চ শাস্তি দেয়া হয়েছে। পুসি রায়ট রাশিয়ার নারীবাদী পাঙ্ক রক ব্যান্ড। ২০১২ সালে এর সদস্যরা পুতিন বিরোধী গান প্রচার করে।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে পুলিশের পুরাতন ইউনিফর্ম পরে মাঠে ঢুকে যায় ওই চার পুসি রায়ট কর্মী। এসময় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। রায়ট কর্মীদের একজন ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হাত মেলায়।

শেয়ার করুন: