বাথরুমে কি বিসমিল্লাহ বলা যায় না?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

প্রশ্ন : সেদিন একটি টিভি অনুষ্ঠানে দেখলাম বাথরুমে অজু করার সময় বিসমিল্লাহ বা আল্লাহকে ডাকা যাবে না। বাথরুমে তো কোনো বিপদ হতে পারে। এ ক্ষেত্রে কি আল্লাহকে ডাকা যাবে না?

উত্তর : আসলে যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি তার দৃষ্টিকোণ থেকে বলেছেন।

টয়লেট ও অজুর জায়গা কিন্তু আলাদাই থাকে। আমি টয়লেট শেষ করেই কিন্তু অজুর জায়গায় এসে অজু করেছি।

বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন, অজুর নিয়ম হচ্ছে বিসমিল্লাহ বলে অজু শুরু করা এবং একটি দোয়া আছে সেটি পড়ে অজু শেষ করা।

এই জন্য অনেক ইসলামিক স্কলার বলেছেন, আপনি যেহেতু অজুর জায়গায় চলে এসেছেন এখন আর টয়লেটে নেই যদিও রুম একটাই, তারপরও এখানে বিসমিল্লাহ বলা যাবে।

শেয়ার করুন: