আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন ইমরান

তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বৃহস্পতিবার (১৮ আক্টোবর) ‘মেঘের ডানা’ শিরোনামে গান প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে ইমরান বলেন, বাংলাদেশের গিটার জাদুকর, সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু’র অকাল প্রয়াণে আর তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধ্রুব মিউজিক ষ্টেশন থেকে বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত গান ‌‘মেঘের ডানা’ প্রকাশিত হচ্ছে না।

তবে গানটি কবে প্রকাশিত হবে তা শিগগির জানিয়ে দেয়া হবে বলেও জানান এই শিল্পী। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন ইমরান প্রসঙ্গত, রাজধানীর নিজ বাসা থেকে হাসপাতাল যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু।

মৃত অবস্থায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেয়া হলে চিকিৎসকরা কৃত্রিমভাবে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর এর মাধ্যমে হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তারা জানান, আরো আগে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন: