মেসি বনাম নেইমার

‘মেসি বনাম নেইমার’, ভাইরাল

চার বছর পর পর উন্মাদনা নিয়ে আসে ফুটবল বিশ্বকাপ। মাঠ ছেড়ে সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের চলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তোলপাড়। পাড়া-মহল্লায় হয় কথা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কাটাকাটি আর মেসি নেইমার নিয়ে বাকবিতণ্ডা।

ফুটবল মৌসুমের এই উন্মাদনা নিয়ে তৈরি হয় নাটকও। সেগুলো জনপ্রিয়তাও পায় অনেক। সেই রেষ ধরেই তরুণ নির্মাতাদ্বয় নয়ন-মিলটন নির্মাণ করছেন ‘মেসি বনাম নেইমার’ নামের নামের রম্য ঘরানার একটি নাটক।

সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মেসি বনাম নেইমার’ নাটকটি। মুক্তির পর পরই ইউটিউবে ভাইরাল হয়েছে নাটকটি। মাত্র চার দিনের মাথায় ভিউ হয়েছে প্রায় ১৪ লাখ।

রম্য ঘরানার এই নাটকটির রচয়িতা রুহুল আমিন পথিক। নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নয়ন বাবু, ফারজানা রিক্তা, অন্তরা, শিখা মৌ, হারুন, সঞ্জীব ও রোজারিওসহ অনেকে।

নির্মাতাদ্বয় নয়ন ও মিলটন বলেন, ‘বিশ্বকাপের ফুটবল ঘিরে আমাদের যে উন্মাদনা তৈরি হয়, হাস্যরস আর মজার সেসব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। আর এ কারণেই নাটকটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে।’

শেয়ার করুন: