সিদ্ধ ডিমে ফুটে উঠল কোম্পানির লোগো!

একটি সিদ্ধ ডিমকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলানগরের পালপাড়া এলাকায়। সিদ্ধ ডিমের সাদা অংশের উপর ফুটে উঠেছে একটি কোম্পানির স্ট্যাম্প। কোম্পানির নামটি ফুটে উঠেছে একদম উল্টোভাবে।

ভারতের হাওড়ার বেলানগরের পালপাড়া এলাকার বাসিন্দা পুলক মন্ডলের বাড়িতে এই ঘটনাটি ঘটে। তিনি একজন সল্টলেকের ভাবা রিসার্চ কেন্দ্রের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। তিনি জানিয়েছেন, প্রায় প্রতিদিনই সকালে বাড়িতে ডিম সিদ্ধ খাওয়া হয়। শনিবার সকালেও পাড়ার মুদিখানা থেকে ডিম আনা হয়েছিল। তারমধ্যে একটি সিদ্ধ ডিম ছাড়ানোর পর এই বিষয়টি নজরে আসে।

সঙ্গে সঙ্গে পাড়ার দোকানদারকে তিনি ঘটনাটি জানান। ঘটনায় হতবাকও দোকানদার। তিনি যোগাযোগ করেন ডিমের সাপ্লায়ারের সঙ্গে। কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারছে না। এ বিষয়ে হাওড়া জেলার উপমুখ্যস্বাস্থ্য আধিকারিক ড: কুণাল কান্তি দে বলেন, ‘খবর পেয়ে আমরা পুলকবাবুর সঙ্গে যোগাযোগ করি।

স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে ওই ডিম পরীক্ষা করে দেখবেন। ওই ডিম সংগ্রহ করে পরীক্ষাগারেও পাঠানো হবে। কোন জায়গা থেকে ডিম আনা হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন: